মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ মাদক পাচারকারীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬৩০ বোতল ফেনসিডিল, ১৫০ গ্রাম গাঁজা ও ৪ গ্রাম হেরোইন। গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- কাজিপুর মধ্যপাড়ার ইলাহী বক্সের ছেলে সাহাজুল ইসলাম (৩৮), সহড়াতলার আকছেদ আলীর ছেলে মশিউর রহমান মুছা (৪৫), কুঠি ভাটপাড়ার কাবুলের ছেলে কাজল (১৯) ও খাসমহলের আজিজের ছেলে পল্টু (৪০)। এদের বিরুদ্ধে মামলাসহ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) আহসান হাবিব জানান, আজ বৃহষ্পতিবার সিমান্ত এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের ভিন্ন ভিন্ন টীম অভিযান চালায়। এসময় সাহাজুল ইসলামকে কাজিপুর মধ্যপাড়া থেকে ৫৬০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
এছাড়াও সকাল পৌনে ১০ টার দিকে সহড়াতলা মাদ্রাসা পাড়া থেকে মশিউর রহমান মুছাকে ৭০ বোতল ফেনসিডিল, বুধবার দিনগত রাত সাড়ে ১১টার সময় ভাটপাড়া এলাকা থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ কাজল ও খাসমহল এলাকা থেকে ৪ গ্রাম হেরোইনসহ পল্টুকে আটক করা হয়। আটককৃতরা সকলেই চিহ্নিত মাদক পাচারকারী। এরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সিমান্ত থেকে মাদক পাচার করে বিভিন্ন স্থানে বিক্রি করতো।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।