আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামীলীগ তৈরী করেছিলেন মানুষের অধিকার ও স্বাধিকারের কথা বলার জন্য। তিনি আওয়ামীলীগ তৈরি করেছিলেন বাংলার মানুষের মুক্তির লড়াই করার জন্য এবং সেভাবেই তিনি তার রাজনীতি এগিয়ে নিয়ে গেছেন।
সোমবার (২৪ জুন) দুপুরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে কসবা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি ৩/৪ ভাগে বিভক্ত হয়ে গিয়েছিলো। ষড়যন্ত্র করে, রাজনৈতিকভাবে নির্যাতন, নিপীড়ন করেও আওয়ামী লীগকে বিভক্ত করতে পারে নাই। আওয়ামী লীগের তৃণমুলের কর্মীদের কোনো সরকার কোনো ভাবেই দমিয়ে রাখতে পারে নাই।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পরেও আওয়ামীলীগকে দমিয়ে রাখতে পারে নাই। বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে জনগনকে সেবা করা। বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে মানুষের পাশে থাকা । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে কেউ ধুলিস্যাত করার চেষ্টা করলে সকলে মিলে শক্ত হাতে প্রতিরোধ করবো। আমাদের প্রতিরোধের ভাষা হবে জনগনের পাশে থাকা, জনগনকে সাথে নিয়ে তাদের কথা বলা। এটাই হচ্ছে আজকের বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ। তিনি সকলকে আওয়ামী লীগের আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান।
উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি কসবা পৌর মেয়র গোলাম হাক্কানীর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক রুস্তুম খা’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার জীবন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি কাজী মোঃ আজহারুল ইসলাম প্রমূখ।