মেহেরপুরের মুজিবনগরে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
রবিবার (৩০ জুন) সকাল ৮টার দিকে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ওসি সাইফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে মুজিবনগর উপজেলার দারিয়াপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এই চার মাদক কারবারিকে আটক করেন।
আটককৃতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের আব্দুল আলিমের ছেলে মো. সুষম আলী (৩৮), ওজদুলের ছেলে চাঁদ আলী (৩৭), হামিদুলের ছেলে মো. ফারুক (২৭) ও মৃত আরশাদ আলীর ছেলে মো. আল আমিন (৫০)।
ডিবির ওসি সাইফুল আলম জানান, ফেনসিডিলের একটি চালান ভারতীয় সীমান্ত পার হয়ে পাচারের উদ্দেশে দারিয়াপুর গ্রামের উত্তরপাড়া এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা কালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফেনসিডিল আসামিদের হস্তান্তর করা হয়েছে।