মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের ডেমোনেস্টেটর ওহিদুল ইসলাম(৫০) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুলাই) রাত ৮ দিকে মেহরপুর টি অ্যান্ড টি অফিস গেটের সামনে এ ঘটনা ঘটে। তিনি পৌর ঈদগাহ পাড়ার মৃত জহুর আলীর ছেলে।
জানাগেছে, রাত ৮ টার দিকে তিনি পায়ে হেটে বড় বাজার থেকে নিজ বাস ভবনের দিকে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে কোন যানবাহন সজোরে ধাক্কা দিয়ে চলে গেলে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়েছিলেন।
আশেপাশে কোন লোকজন না থাকায় পথচারীরা পড়ে থাকতে দেখে উদ্ধার করে। স্থানীয় কয়েক জনের সহযোগীতায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।