মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সানোয়ার রহমান (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ফতেপুর গ্রামের ইয়াসিন আলীর ইট ভাটার পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত সানোয়ার পৌর শহরের শিশুবাগান পাড়ার মৃত আইনুদ্দিনের ছেলে।
জানা গেছে, সানোয়ার ভ্যান নিয়ে মেহেরপুর শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে ফতেপুর গ্রামের ইয়াসিন আলীর ইট ভাটার কাছে পৌছালে বিপরীত দিকে থেকে আসা একটি মাইক্রো বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সানোয়ার রাস্তার উপর ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়।
আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ঢাকা নেওয়ার পূর্বেই সানোয়ার রহমান মৃত্যবরণ করেন।