পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যান সভা এবং অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগষ্ট) সকালে পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জুলাই মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উভয় সভায় সভাপতিত্ত্ব করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার এস, এম, সিরাজুল হুদা, পিপিএম-বার।
কল্যাণ সভায় পঞ্চগড় জেলার পুলিশ সুপার জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যদের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং সমাধানের আশ্বাস দেন। এমনকি বিভিন্ন দিক-নির্দেশনাও প্রদান করেন। এছাড়াও তিনি সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।
এছাড়াও সভায় অত্র পঞ্চগড় জেলায় কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে জুলাই মাসে জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করেন।
পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ও অর্থ পুরষ্কার বিতরণ করেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা। বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে জুলাই মাসে শ্রেষ্ঠ সার্কেল হন দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোছাঃ রুনা লায়লা।
শ্রেষ্ঠ থানার অফিসার ইনচার্জ ওসি হন বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক। শ্রেষ্ঠ থানা দ্বিতীয় হিসেবে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া নির্বাচিত হন। শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন বোদা থানার এসআই মঞ্জুরুল ইসলাম।
শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে বোদা থানার এএসআই মঞ্জুরুল ইসলাম। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হন তেতুঁলিয়া মডেল থানার এএসআই আসিফ ইকবাল। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হন পঞ্চগড় সদর ট্রাফিকের এটিএসআই মোশাররফ হোসেন। দেবীগঞ্জ থানার এএসআই আফতারুজ্জামান শ্রেষ্ঠ এএসআই হন। এছাড়াও সাজা পরোয়ানা তামিলকারী অফিসারদের হাতে অর্থ পুরষ্কার তুলে দেন পুলিশ সুপার।
কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জুলাই মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই মাসের অপরাধ পরিস্থিতি, মুলতবি মামলা পর্যালোচনা, ননএফআইআর দাখিল সংক্রান্ত পর্যালোচনা, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে আলোচনা করা হয়।
জুলাই মাসের গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি পর্যালোচনা, মাদক উদ্ধার সংক্রান্ত পর্যালোচনা, ডিএসবি, ডিবি, কোর্ট পুলিশের কার্যক্রম পর্যালোচনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়াদি নিয়েও আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লা, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) মোছাঃ রুনা লায়লা, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।