পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদরাসার সুপারের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্বসাত, জমি লিজের টাকা আত্বসাতসহ নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে মাদরাসার শিক্ষার্থীরা।
দেবীগঞ্জ উপজেলার শেখবাধা রেয়াজিয়া দাখিল মাদরাসার সুপার সাইফুল ইসলামের বিরুদ্ধে তারা মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে তারা দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার ও দেবীগঞ্জ সেনা ক্যাম্পের কর্মকর্তার কাছে তারা লিখিত অভিযোগ দেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শেখবাধা রেয়াজিয়া দাখিল মাদরাসার ৭২ বিঘা ২০১১ সাল থেকে লিজ দেয়া হয়। সে লিজের টাকার কোন হিসাব নেই। মাদরাসার সরকারি ভাবে প্রনোদনার নামে আসা ৫ লক্ষ টাকারও কোন হিসাব নাই। মাদরাসার ১৫ বিঘা জমির বন্ধকের টাকারও হিসেব দেননি। মাদরাসার লাইব্রেরীর বইয়েরও কোন হিসেব নেই৷ মাদরাসার সাইন্স ল্যাবরেটরীর যন্ত্রপাতিরও হিসেব নেই।
শিক্ষার্থীরা আরও বলেন, আমরা মাদরাসার সুপারের বিচার চাই। মাদরাসার লক্ষ লক্ষ টাকা সুপার সাইফুল ইসলাম আত্বসাত করেন।
তারা বলেন, আমরা ইতিপূর্বে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযোগ দিয়েছিলাম কিন্ত তারা অজ্ঞাত কারনে কোন ব্যবস্থা নেননি। মাদরাসার সভাপতি ও সুপার আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্বসাত করেন।