পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলামের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে এবং সাধারন শিক্ষার্থীদের অধিকার আদায়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারন শিক্ষার্থীরা।
বুধবার (১৮ সেপ্টেম্ব) সকালে দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
বিক্ষোভ মিছিলটি দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয় হতে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দেবীগঞ্জ বিজয় চত্বরে এসে শেষ হয়।
পরে সাধারন শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ সমাবেশ করে। অভিযুক্ত দূর্নীতিবাজ সহকারী শিক্ষক নূরুল ইসলাম পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বদলী নিয়ে দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ সরকারী উচ্চ বিদ্যালয়ে আসেন। ২০২১ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে পদোন্নতি পেয়ে সহকারী প্রধান শিক্ষক হন। তার পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুল ইসলাম অবসরে যাওয়ার পরে নূরুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। দায়িত্ব নেয়ার পর থেকেই বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের অজুহাত দেখিয়ে নূরুল ইসলাম লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পকেটস্থ করেছেন।
বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকেরা তার বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধেও অবস্থান নেন নূরুল ইসলাম। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার শুরু করেন৷ বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা বক্তব্য দেন।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল মালেক জানান, শিক্ষার্থীদের সাথে কথা বলি। তারপরে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।