সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
Title :
আলীকদমে পাহাড়ি কৃষকদের জীবনে নতুন সম্ভাবনা মিষ্টি কুমড়া চাষ তারেক রহমানের ডাকে পটুয়াখালীর চার আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ৮ নেতা গুলশানে মোবাইল ব্যবসায়ীকে ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেপ্তারের অভিযোগে সরাইলে জামায়াত-বিএনপি ও ব্যবসায়ীদের মানববন্ধন পঞ্চগড়ে বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে নেপালে পাঠানো হলো আলু গলাচিপায় নারী নির্যাতন মামলায় এনজিও কর্মী এমদাদ গ্রেফতার পঞ্চগড়ে ভাসুরের শাবলের আঘাতে প্রাণ গেলো ছোট ভাইয়ের স্ত্রী’র ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ সোমবার: ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়ায় লিচু বাগান থেকে তরুণীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার নারী নির্যাতন মামলার আসামি প্রকাশ্যে ঘুরলেও নিরব তদন্ত কর্মকর্তা মেহেরপুরে ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত

দেবীগঞ্জে বন বিভাগের মামলায় খোরশেদ শাহ জেল হাজতে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ Time View
দেবীগঞ্জে বন বিভাগের মামলায় খোরশেদ শাহ জেল হাজতে
দেবীগঞ্জে বন বিভাগের মামলায় খোরশেদ শাহ জেল হাজতে

পঞ্চগড়ের দেবীগঞ্জে সদর বিটের উপেনচৌকী ভাজনী মৌজার খয়ের বাগান এলাকায় বন বিভাগের গেজেটভুক্ত জমিতে বন বাগান রয়েছে। সে বন বাগানে অবৈধভাবে প্রবেশ করে গাছ কর্তনের অভিযোগে খোরশেদ শাহকে আটকের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, উপজেলার দেবীগঞ্জ সদর বিটের অধীনে উপেনচৌকী ভাজনী মৌজার মধ্যে গেজেট ভুক্ত বনভূমিতে বন বাগান রয়েছে। যার জেএল নং ৫৩, সিএস/এসএ দাগ নং৬১। এ উপেনচৌকী ভাজনী মৌজার সরকারী গেজেটভুক্ত বনভূমিতে গাছকাটা ও জবর দখল জনিত অপরাধে বন আইন ও বাংলাদেশ দন্ডবিধি ধারায় খোরশেদ শাহকে জেল হাজতে পাঠানো হয়েছে। খোরশেদ শাহ দেবীগঞ্জ মিস্ত্রীপাড়ার এলাকার মৃত. লুৎফর রহমানের ছেলে।

দিনাজপুর বন বিভাগের আওতাধীন দেবীগঞ্জ রেঞ্জের ফরেস্টার কর্মকর্তা বন সংরক্ষক আব্দুল কাদের বাদী হয়ে বন আইনে ২৭ সেপ্টেম্বর মোকদ্দমা দায়ের করেন। পিওআর মোকদ্দমা নম্বর ২৩।
খোরশেদ শাহ দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। উপেনচৌকী ভাজনী মৌজায় তিনি প্রায় ২৫/২৬ বিঘা জমি জবর দখল করে রেখেছেন।

গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার খোরশেদ শাহ ৩০/৩৫ জন সংঘবদ্ধ বনদস্যু নিয়ে সরকারী গেজেটভুক্ত সরকারী অর্পিত বন ভূমিতে অবৈধভাবে প্রবেশ করে বন বাগানের ১শ ২৭ টি বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে। গাছ ও পরিবেশের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা।

খোরশেদ শাহ তার নিজের লোকজন দ্বারা গাছগুলি কেটেছে দাবী করায় সেনা বাহিনীর সদস্যরা তাকে আটক করে। পরে তাকে থানা পুলিশের হেফাজতে দেয়া হয়। প্রতিবেদকের হাতে আসা খোরশেদ শাহ’র নিজ হাতে লেখা এক স্বাক্ষরিত জবানবন্দীতে তিনি লিখেছেন আমি খোরশেদ শাহ (৬০) পিতা মৃত. লুৎফর রহমান মিস্ত্রীপাড়া দেবীগঞ্জ পঞ্চগড়। এই মর্মে জবানবন্দী প্রদান করেছি যে, উপেন চৌকি ভাজনী জেল নং দাগ নং ৫৩ সিএস দাগ নং ৬১ এ সৃজিত ২০০৫-২০০৬ সনের উপেন চৌকি ভাজনী বাগানের বনভূমিতে অদ্য ২৭ সেপ্টেম্বর তারিখে গাছ কর্তন করিয়া বনভূমি জবর দখল করে বন অপরাধ করছি। এমতাবস্থায় বন কর্মচারীদের হাতে আটক হই। এই অন্যায় করে আমি ভুল করেছি। আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে দোষ স্বীকার করিলাম।
এবিষয়ে দেবীগঞ্জ রেঞ্জের ফরেস্টার কর্মকর্তা বন সংরক্ষক আব্দুল কাদের জানান, সরকারী গেজেটভুক্ত বনভূমিতে অবৈধভাবে প্রবেশ করে গাছকাটা ও জবর দখল জনিত অপরাধে এক জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin