ভারতে ইসলাম ধর্ম ও রাসূল (সাঃ) কে নিয়ে কটুক্তি এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ প্রাঙ্গন থেকে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে এক প্রতিবাদ সমাবেশ করেছে।
এসময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের শিক্ষক নরজুল ইসলাম, শিক্ষার্থী আবু বক্কর, রেওজান ইসলাম রাতুল, বুরহান চৌধুরী সিয়ামসহ প্রমুখ্য। বক্তারা কটুক্তির তীব্র প্রতিবাদ জানান এবং রামগীরি মহারাজ ও নিতেশ রানের সর্বোচ্চ শাস্তি দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান।