গুগল ক্রোম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য ‘লিসেন টু দিস পেজ’ নামের সুবিধা চালু করেছে। সুবিধাটি ধারাবাহিকভাবে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হচ্ছে। এ সুবিধার ফলে ক্রোম ব্রাউজার থেকে কোনও ওয়েবসাইটে যাওয়ার পর সেটির লেখা শুনতে পারবেন ব্যবহারকারীরা।
ক্রোম আপডেটে জানানো হয়, অ্যান্ড্রয়েডে এ সুবিধার ফলে গুগল ক্রোম ব্রাউজার ছাড়াও অন্য অ্যাপেও সুবিধাটি সচল থাকবে। অর্থাৎ গুগল ক্রোমে লিসেন টু দিস পেজ সুবিধা চালুর পর কোনও কনটেন্ট শোনার সময় গুগল ক্রোম ব্রাউজার থেকে বেরিয়ে অন্য অ্যাপ ব্যবহার করলেও প্লেব্যাক চালু থাকবে। এমনকি ফোনের স্ক্রিন লক থাকলেও কনটেন্ট পড়ে শোনাবে টুলটি। প্লেব্যাকের সময় টুলটি নিয়ন্ত্রণের জন্য নোটিফিকেশন প্যানেলে একটি মিডিয়া প্লেয়ার দেখা যাবে। এই মিডিয়া প্লেয়ার থেকে লিসেন টু দিস পেজ টুলটি নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। মিডিয়া প্লেয়ারের ওপরে যে নিবন্ধে পড়ে শোনাবে, তার শিরোনাম ও সেই ওয়েবসাইটের ওয়েবলিংক দেখা যাবে।
ব্যবহারকারীরা গুগল ক্রোম ব্রাউজারের এ সুবিধায় ভিন্ন ১০টি কণ্ঠস্বরে আধেয় শোনার সুযোগ পাবেন। এজন্য সেটিংসে গিয়ে কাঙ্ক্ষিত কণ্ঠস্বর নির্বাচন করতে হবে। প্লেব্যাকের গতি কমানো বা বাড়ানোও যাবে। এ সুবিধা ব্যবহারের জন্য স্মার্টফোন থেকে ক্রোম ব্রাউজারে প্রবেশ করে তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। সেখানে লিসেন টু দিস পেজ অপশনটি পাওয়া যাবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া