মেহেরপুরের গাংনীর চরগোয়াল গ্রামে নির্মাণাধীন বাথরুমের বালির নিচে থেকে বন্দুকের ৪ রাউন্ড সিসা কার্তুজ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে র্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর ও যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১২ সূত্রে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামের সোহাগ সর্দারের বাড়ির নির্মাণাধীন বাথরুমের বালির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় বন্দুকের ৪রাউন্ড সিসা কার্তুজ উদ্ধার করা হয়।
এ সময় যৌথ-বাহিনীর জিজ্ঞাসাবাদে বাড়ির মালিকের কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় এবং তথ্য দাতার সংবাদ উদেশ্য প্রণোদিত মনে হওয়ায় কার্তুজগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে জিডি মূলে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। কার্তুজ উদ্ধারের ঘটনায় আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব। মেহেরপুর র্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।