ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের নেতাকর্মী ও মৃত ব্যক্তিদের নিয়ে বিএনপির কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে চিহ্নিত আওয়ামী লীগের ১৫ জন নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করেছে। এছাড়া এক মৃত ব্যক্তিকেও এই কমিটিতে রাখা হয়েছে। এনিয়ে চলছে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ২ নং বুধল ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিতে চিহ্নিত আওয়ামী লীগের ১৫ জন নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছে ৯ মাস আগে যিনি মৃত্যু বরণ করা এক ব্যক্তি। গত ২৪ সেপ্টেম্বর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন ও আহবায়ক মোঃ জহিরুল ইসলাম চৌধুরী লিটন ৯টি ওয়ার্ড নিয়ে একটি ৭১ সদস্য ২ং বুদল ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়।
এই কমিটিতে বিগত সরকারের সময় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করেছে তাদের নাম দেয়া হয়। এই তালিকায় রয়েছে ১৪ জন আওয়ামী লীগ ও ১জন মৃত ব্যক্তি। নতুন কমিটিতে যাদের নাম নিয়ে চলছে স্থানীয় নেতা কর্মীদের মাঝে ক্ষোভ।
কমিটিতে ৬ নং ওয়ার্ডের মোঃ মিজান মিয়া কে সহ-সভাপতি, ৫ নং ওয়ার্ডে সহ-সভাপতি মোঃ লোকমান, ৮ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ৭ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজাদ আহমেদ. ৯ নং ওয়ার্ডের সহ সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, ৯ নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক শরিফ মিয়া, ৭ নং ওয়ার্ডের সহ-শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, ৬ নং ওয়ার্ডের সহ-ধর্মবিষয়ক সম্পাদক সোরাফ মিয়া, ২ নং ওয়ার্ডের সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের, ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ খালেক, ৬নং ওয়ার্ড সদস্য মধু মিয়া, ৯ নং ওয়ার্ড সদস্য জামাল মিয়া, ৯ নং ওয়ার্ড সদস্য নুরু মিয়া. ৬ নং ওয়ার্ড সদস্য জাফর মিয়াকে নিয়ে ৭১ জনকের নাম প্রকাশ করে এই কমিটির করা হয়।
এই কমিটির ১ নং ওয়ার্ডের ৬৫ নাম্বারে মৃত নাসির উদ্দিনকে সদস্য করা হয়েছে। তিনি ৯ মাস আগে মারা গিয়েছেন। এনিয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় নেতৃবৃন্দ। গত (১ নভেম্বর) শুক্রবার বিকেলে ছাতিয়াইন মুন্সিবাড়ির মোড়ে বুধল ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা হাজী বিল্লালুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বুধল ইউনিয়ন বিএনপির আহবায়ক আক্তার হোসেন। পরে একটি বিক্ষোভ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।