আজ ৬ ডিসেম্বর মেহেরপুর হানাদার মুক্ত দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। দিবসটি উপলক্ষে শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল নয়টার দিকে মেহেরপুর শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইলিয়াস হোসেনসহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
পরে জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও দিনটি ঘিরে নানা কর্মসূচীর আয়োজন করেছেন জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধারা।