বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূইয়া বলেন, পার্শ্ববর্তীদেশ ভারত বাংলাদেশের মানুষকে তারা ভালো থাকবে দিবে না। এই জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা প্রতিটি ষড়যন্ত্র ভৎশত করে দিবো।
ভারত ১৬ বছর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংশ করে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, শেখ মুজিব কোনো রাজনৈতিক ব্যক্তি ছিল না। সে ছিলো রাজনৈতিক ইতিহাসে রংবাজ ও মাস্তান। সে কোনো লেখাপড়া করা কোনো রাজনৈতিক নেতা না।
তিনি শনিবার দুপুরে শহরের পৌর মুক্ত মঞ্চে এ আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জহিরুল ইসলাম চৌধুরী ভিপি লিটনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রী বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ খালেদ হোসেন মাহাবুব শ্যামল, জেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম প্রমুখ।
দীর্ঘদিন পর সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। সদর উপজেলা বিএনপির অন্তর্গত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে এসে জড়ো হন। সম্মেলনে পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির আহমেদ একটি লাঠি খেলা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সম্মেলনে এসে যোগ দেন।