পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংস ঘটনায় দায়ের করা মামলায় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একজনকে হত্যার উদ্দেশ্যে আহত করার ঘটনায় দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রহমান সরকার কে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ বাজার হতে তাকে আটক করা হয়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি গোলাম রহমান সরকার কে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের দিন সরকারি গাড়ি ভাংচুর ও সরকারি কাজে বাধা দান ও নির্বাচনী কাজে জড়িত থাকার অভিযোগে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজনকে হত্যার উদ্দেশ্যে আহত করার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত করে তার সংশ্লিষ্টতার প্রমান পাওয়ায় তাকে সে মামলায় আটক করা হয়েছে।
উল্লেখ্য, দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের দিন চলতি বছরের ২১ মে শালডাংগা ইউনিয়নের দামানীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ফলাফল ঘোষনা করতে দেরি হওয়ায় হেলিকপ্টার মার্কার সমর্থকরা নির্বাচনী দায়িত্ব পালন করার সময় ব্যবহার করা সরকারি গাড়ি ভাংচুর করে ও সরকারি কাজে বাধাদান করে এবং নির্বাচনী কাজে নিয়োজিত লোকদের উপর হামলা করে। এতে কয়েকজন কর্মকর্তা আহত হন।
দামানীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম বাদী হয়ে ২ জনের নামে ও ৬শ জনকে অজ্ঞাতনামা আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ২ জনকে ঘটনাস্থল হতে আটক করা হয়েছিল।