১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। মেহেরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের গণ কবরে পুষ্পার্ঘ অর্পণ করে জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
পর্যায়ক্রমে পুষ্পার্ঘ অর্পণ করে পুলিশ সুপার মাহমুদা খানম, পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মোঃ আব্দুল হান্নান প্রধান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান, সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিন খান, অবসর প্রাপ্ত ক্যাপ্টেন মুক্তিযোদ্ধা আব্দুল মালেকসহ মুক্তিযোদ্ধা ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
পরে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও দিনটি ঘিরে নানা কর্মসূচি রয়েছে।