মেহেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মহিদুল ইসলাম নামের এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার সময় গাংনীর বামন্দী বাসস্টান্ডে একটি যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।
গাংনীস্থ মেহেরপুর ক্যাম্পের র্যাব-১২ সিপিসি-৩ কোম্পানী কমান্ডার এএসপি এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দী বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহি বাসে তল্লাশী চালানো হয়। এসময় বাসের সিটে বসে থাকা মহিদুল ইসলামের বহন করা ব্যাগ তল্লাশী করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাদক বহনের অপরাধে তাকে আটক করা হয়েছে। আটক মাদক কারবারী মহিদুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের বরকত আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে মামলা শেষে গাংনী থানায় সৌপর্দ করা হয়েছে।