পঞ্চগড়ে জমকালো আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি বণার্ঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পঞ্চগড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে অডিটোরিয়ামের মুক্তমঞ্চে আলোচনা সভায় অংশ নেয় দলীয় নেতাকর্মীরা। এর আগে বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হয় তারা। প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও পালন করা হয় ।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান তারেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
প্রধান আলোচক হিসেবে জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু দাউদ প্রধান, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন, পঞ্চগড় পৌর বিএনপির আহবায়ক ও পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবার রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের মাসুম প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজারও অধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভার সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রোকনুজ্জামান জাপান।