ব্রাহ্মণবাড়িয়ায় ৩শ’ শীতার্ত মানুষকে কম্বল দিয়েছে মজিদ-নাহার ফাউন্ডেশন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে শহরের অসহায়-দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া।
ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ এম জাকারিয়ার সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহসভাপতি নিয়াজ মোঃ খান বিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মুসলেহ উদ্দিন, সদর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তা মোঃ রায়হান উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, মজিদ-নাহার ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তৃতায় ফাউন্ডেশনের কার্য্যক্রমের ভুয়শী প্রশংসা করে বলেন- মজিদ-নাহার ফাউন্ডেশন আজকে মানবিকতার যে দর্শন নিয়ে এগিয়ে যাচ্ছে তা সবার জন্যে অনুপ্রেরনা দায়ক। টাকা পয়সা অনেকে রোজগার করেন। কিন্তু মানবিক কাজে অর্থ ব্যয় করার মানসিকতা সকলের থাকেনা। ফাউন্ডেশনটির কর্নধার আমেরিকা প্রবাসী মনির হোসেন হিটুর মতো সবাই এভাবে এগিয়ে আসলে অসহায়-দরিদ্র মানুষ আরো নানাভাবে উপকৃত হতেন। তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন ফাউন্ডেশন ও বিত্তবান ব্যক্তিরা অসহায়দের পাশে দাঁড়ালে সমাজের ইতিবাচক পরিবর্তন ঘটবে।
উল্লেখ্য মজিদ-নাহার ফাউন্ডেশন ২০১১ সাল থেকে সমাজের অসহায়-দরিদ্র মানুষকে নানাভাবে সহায়তা দিচ্ছে। বিশেষ করে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ, ঈদ-সামগ্রী, চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পালন করে থাকে।