বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
Title :

ভোটের সাথে আমাদের জাতীয় নিরাপত্তা সরাসরি সম্পৃক্ত-পঞ্চগড়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View
ভোটের সাথে আমাদের জাতীয় নিরাপত্তা সরাসরি সম্পৃক্ত-পঞ্চগড়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ
ভোটের সাথে আমাদের জাতীয় নিরাপত্তা সরাসরি সম্পৃক্ত-পঞ্চগড়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ

ভোটের সাথে আমাদের জাতীয় নিরাপত্তা সরাসরি সম্পৃক্ত। এই ভোটটা হচ্ছে আমাদের জাতি হিসেবে প্রজ্ঞার প্রতিফলন। ভোট হচ্ছে একটা সামষ্টিক ইচ্ছার প্রতিফলন। একটা ভোটের মাধ্যমে আমরা সমাজে স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারি। যা আগে ছিলনা। আমরা যদি ইচ্ছা করি তাহলেই ভোটটা স্বচ্ছ হয়। নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) আবুল ফজল মোঃ সানাউল্লাহ ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।

তিনি বলেন, ভোট যদি সুন্দর হয় আর এক প্রার্থী যদি নির্বাচনে হেরে যায় আর এক প্রার্থী যদি জিতে যায়। তাহলে পরাজিত প্রার্থী বিজয়ী প্রার্থীকে বুকে জড়িয়ে ধরে বলতে পারে সাবাস আমি তোমার কাছে হেরে আনন্দিত এটা তখনই সম্ভব যখন স্বচ্ছ ও সুন্দর ভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে।

তিনি আরও বলেন, কিভাবে আমাদের জাতিকে হুমকির মুখে ঠেলে দেয়। আমার মনে হয় এখন একটা ক্লাস ওয়ানের শিশুও জানে বর্তমান প্রেক্ষাপটে মানুষের ক্ষমতা মানুষের কাছে ফিরে যেতে হবে। ব্যক্তি বা দলের কাছে নয়। মানুষের ক্ষমতা যখন মানুষের কাছে ফিরে যাবে তখন ১৮ কোটি মানুষকে নিয়ে কেউ কোন ছেলেখেলা করতে পারবে না। যদি মানুষের ক্ষমতা কেড়ে নিয়ে ব্যক্তি বা গোষ্ঠীর কাছে ক্ষমতা কুক্ষিগত করে ফেলা হয় তাহলে ব্যক্তি এবং গোষ্ঠীকে খুব সহজেই কেনা যায়। না হলে মানুষকে এত সহজে কেনা যায় না। যে কারণে অনেক সময় আমরা বলে থাকি বিভিন্ন দেশের সাথে আমরা ট্রিপল টু যোগাযোগ বাড়াবো। আগে হাতে লেখা ভোটার তালিকা ছিল। পরে ডাটাবেজ তৈরি হওয়ার পরে অনলাইনের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এনআইডি কার্ড বিনামূল্যে দেয়া হচ্ছে। অনেকে আগ্রহ না থাকার কারনেও ভোটার হয়না। ভোটের প্রতি অনিহা আর অসচেতনতার কারনেও ভোটার হয়না, অসাবধানতার কারনে অনেকে ভোটার হতে পারেনা। অঙ্গতার কারনেও অনেকে ভোটার হয়না। অসততার সাথে ক্ষেত্রে বিদেশি নাগরিকরা আমাদের দেশে ভোটার হন। রোহিঙ্গারা যেন ভোটার না হতে পারে। সেদিকে লক্ষ রাখবেন। আপনাদের আশেপাশের লোক রোহিঙ্গা মেয়েদের বিয়ে করে নিয়ে আসছে।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ সাবেত আলীর সভাপতিত্বে ২৭ জানুয়ারী সোমবার পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সাবেত আলী বলেন, আপনারা নতুন ভোটার করার সময় ভোটারদের নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা লেখার সময় যেন ভুল না হয়। এটা ভুল হলে পরবর্তীতে অনেক ভোগান্তি পোহাতে হয়। ভোটার নিবন্ধন করার সময় আপনারা আচরন ভালো করবেন। আপনাদের আচরনে যেন বিতর্কিত না হয়। শিক্ষক অনেক আছে কিন্তু তাদের মধ্যে থেকে আপনাদের বেছে নেয়া হয়েছে। আপনারা শিক্ষক মানুষ আপনারা ভুল করবেন না। আপনাদের উপর যে দায়িত্ব সেটা ভাল ভাবে সম্পন্ন করবেন। কাজ করতে গিয়ে যদি কোন সমস্যা হয় তাহলে আমাদেরকে বলবেন আমরা সে সমস্যা সমাধান করবো।

মতবিনিময় সভার বক্তব্য দেন পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক, পঞ্চগড় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল ফজল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।

পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস এ মতবিনিময় সভার আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin