পঞ্চগড়ে প্রাইম ক্লিনিকের ছাদ থেকে পড়ে সলেমান আলী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারী) বিকালে পঞ্চগড়ের সদর উপজেলার তেতুলিয়া রোডে প্রাইম ক্লিনিকের তিন তলা ছাদ থেকে পড়ে এ দূর্ঘটনা ঘটে।
ক্লিনিকের মালিক কর্তৃপক্ষরা দীর্ঘদিন ধরে ব্যবসা করার পরেও তারা ভবনের ছাদ অরক্ষিত রেখেছে। প্লাইম ক্লিনিকের ছাদের ওয়াল অরক্ষিত থাকার কারনেই এত বড় দূর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। নিহত সলেমান আলী সদর উপজেলার মাগুরা ইউনিয়নের ধনিপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।
আটোয়ারী উপজেলার মির্জাপুর এলাকার হাসিবুল ইসলাম জানান, আমার স্ত্রী শারীরিক ভাবে অসুস্থ হলে ২৬ জানুয়ারী দুপুরে প্রাইম ক্লিনিকে ভর্তি করাই। সেখানে সিজারিয়ান অপারেশনে আমার স্ত্রী ছেলে সন্তান জম্ম দেয়। আমার ছেলেকে দেখার জন্য রবিউল ইসলামের স্ত্রী তার তিন বছর বয়সী ছেলেকে নিয়ে প্রাইম ক্লিনিকে দেখতে আসে। আমাদের অগোচরে সোলেমান আলী ক্লিনিকের তিন তলার ছাদে চলে যান। সেখানে থেকে বিকেল তিন টার দিকে নিচে পড়ে যায়। পরে তার মৃত দেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাহিমুল ইসলাম জানান, শিশুর মাথায় আঘাত প্রাপ্ত হয়ে হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া অবস্থায় শিশুটি মারা যায়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।