মেহেরপুরের মুজিবনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ জহির উদ্দিন হালসনা নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
সোমবার (২২ জানুয়ারি) রাত ৮ টার দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের টাকি মাস্টারের মেহগনি বাগানের সামনে বটতলার মোড় নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটক মোঃ জহির উদ্দিন হালসানা সোনাপুর গ্রামের ছয়রুদ্দিন হালসানার ছেলে।
ডিবির ওসি সাইফুল আলম জানান, মুজিবনগরের আনন্দবাস এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইন্সপেক্টর মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে আনন্দবাস গ্রামের টাকি মাস্টারের মেহগনি বাগানের সামনে বটতলার মোড় থেকে হেলিপ্যাডগামী রাস্তায় অভিযান পরিচালনা করে জহিরকে ৬০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় মামলার রুজু প্রক্রিয়াধীন রয়েছে।