মেহেরপুরের কাথুলী সীমান্ত থেকে ১৪ কেজি গাঁজাসহ আজিবর রহমান (৬৭) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দিবাগত মধ্য রাতে এ অভিযান চালানো হয়।
গাংনী থানা সুত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তের কাথুলী এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার ১৩৪ এস ২ এলাকায় গেল মধ্য রাতে গাঁজা নিয়ে বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করছিল কয়েকজন চোরাচালানি। বিজিবি ধলা ক্যাম্পের একটি দল তাদেরকে আটকের চেষ্টা করলে কয়েকজন পালিয়ে যায়।
এসময় আজিবর রহমানকে ১৪ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে আজিবর রহমানের নামে মামলাসহ গাংনী থানায় হস্তান্তর করে বিজিবি।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, বিজিবির মামলায় আজিবরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।