আশার প্রতিষ্ঠাতা মোঃ সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আশার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) সরাইল উপজেলার আশা অরুয়াইল সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আশা সরাইল অঞ্চলের আর.এম আমিনুল ইসলাম।
অরুয়াইল সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রের ডাঃ মোঃ আব্দুল কূদ্দুছ নোমানের সভাপতিত্বে ও মেডিক্যাল টেকনোলজিস্ট মোঃ রুমান মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন পল্লি বিদ্যুৎ অরুয়াইল সাব-জোনাল অফিসের এজিএম আতাউর রহমান, আশা অরুয়াইল ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজর কমল রঞ্জন শীল, ড্রাগিস্ট কেমিস্ট সমিতির সভাপতি গাজি শফিকুল ইসলাম, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল ঘোপ প্রমুখ।
সভায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ। কর্মসূচীর আওতায় শতাধিক রোগীকে ডায়বেটিস, প্রেসার পরীক্ষা, ব্যবস্থাপত্র প্রদান ফিজিওথেরাপি ও ঔষুধ প্রদান করা হয়।