তারেক রহমান দীর্ঘ ১৭ বছর যে আন্দোলন, সংগ্রাম, চেষ্টা করেছে তার জন্য সেতো প্রধানমন্ত্রী হবে। তত্ত্বাবধায়ক সরকারের সময়েই নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হবে সে নির্বাচনের পরেই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এই বছরের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হয় আর সে নির্বাচনে যেন তারেক রহমান প্রধানমন্ত্রী হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু একথা বলেছেন।
তিনি বলেন, ১৭ বছরে ৬০ লক্ষ মামলার আসামী বিএনপির নেতা কর্মীরা। বাঁচার জন্য পথে ঘাটে, ঝোঁপে ঝাড়ে, ক্ষেতের আইলে ঘুমিয়েছে নেতাকর্মীরা। এই পঞ্চগড়ের ছেলেটাই ঢাকায় গিয়ে রিকশা চালিয়েছে।শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজিত জনসভায় পঞ্চগড় পৌরসভা সড়ক ভবনের মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই বছরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে, বিএনপির খেলা এখনো দেখেন নাই। ডা. ইউনুসকে বলবো ভাই আপনি ভালো লোক এদের পাল্লায় পড়িয়েন না। বিএনপিকে রাস্তায় নামায়েন না। আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করেছি, আপনাকে ফুলের মালা দিয়েই বিদায় করতে চাই। এখানে কে কি বলল, আর কে কি বলবে, তা আসবে যাবে সেটা মাথায় রাখার দরকার নাই। আজ থেকে এই কথা মনে রাখতে হবে আমরা এক সৃষ্টিকর্তা ছাড়া কারো কাছে মাথা নত করিনা। দুলু বলেন জিয়াউর রহমান এমনিতে রাষ্ট্রপতি হয় নাই। বেগম জিয়া এমনি এমনি প্রধানমন্ত্রী হয় নাই।
নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা,দেশে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গনতান্ত্রিক যাত্রাপথে উত্তরনের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষনা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবির জনসভার সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দরন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যরিষ্টার মুহাম্মদ নওশাদ জমির ও জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট আদম সুফি, এম এ মজিদ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রিনা পারভীন, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র ও পঞ্চগড় পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলাম প্রমূখ।
সদর উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সফিউজ্জামান রুবেল ও আব্দুল্লাহ আল মামুন রনিক এর সঞ্চালনায় জেলা বিএনপিসহ অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।