মেহেরপুরের মুজিবনগরে পাওনা টাকা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় কেদারাগঞ্জ বাজারের মায়ের দোয়া হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রতনপুর গ্রামের হাসমত খা’র ছেলে জসিম খা (৪০), আরোজ আলীর ছেলে শেরেগুল (৪২), মতেহারের ছেলে জাহান আলী (৪৩), আসমতের ছেলে রশিদ (৩৮)। অপর পক্ষে রশিকপুর গ্রামের ইব্রা খা’র ছেলে ইয়াসিন খা (৪০), ও বোরহান খা (৪২), ইয়াসিন খা’র ছেলে সাগর (২২), মনির খা’র ছেলে দিদার (৩৫) ও আশিক (৩০)।
স্থানীয়র সূত্রে জানাগেছে, ব্যবসায়ীক পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় উভয় পক্ষের লোকজন রামদা, কাঠের বাটাম, বাঁশের লাঠিসহ একে অপরের উপর হামলা করে। এলোপাথাড়ি আঘাতের ফলে দুই পক্ষের লোকজনই আহত হয়।
স্থানীয় লোকজনসহ পরিবারের সদস্যরা আহতদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতদের মধ্যে ইয়াসিন ও বোরহানের অবস্থা গুরুতর হওয়ায় মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।