সৌদি সরকারের দেয়া গরীব এবং দুঃস্থদের জন্য খেজুর দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের ৬০টি মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। বুধবার (১২ মার্চ) দেবীগঞ্জ উপজেলা পরিষদের চত্বরে এসব খেজুর প্রদান করা হয়।
সৌদি আরবের কিং সালমান হিউমেনিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার এসব খেজুর বিতরণের জন্য উপহার হিসেবে প্রদান করেন। দেবীগঞ্জ উপজেলায় প্রতি কার্টুনে ২০ কেজি করে ৮ কার্টুন খেজুর দেয়া হয়।
পঞ্চগড় জেলার ৫ উপজেলায় দুই ধাপে ৩৭ কার্টুন করে ৭৪ কার্টুন খেজুর দেয়া হয়। এর মধ্যে পঞ্চগড় সদর উপজেলায় ১৬ কার্টুন, তেতুঁলিয়া উপজেলায় ১২ কার্টুন, আটোয়ারী উপজেলায় ১৪ কার্টুন, বোদা উপজেলায় ১৬ কার্টুন ও দেবীগঞ্জ উপজেলায় ১৬ কার্টুন। ৬০টি মাদরাসায় প্রায় ৩ হাজার ছাত্র ছাত্রী ও এতিমদের মাঝে ইফতার করার জন্য এসব খেজুর দেয়া হয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খেজুর বিতরণ করেন।
এসময় দেবীগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শাহ মোঃ আমীন আহসান, দেবীগঞ্জ সমবায় কর্মকর্তা মোঃ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজমসহ দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।