বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন

গাংনীতে ৪টি ইটভাটায় অভিযানে ৯ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৭ Time View
গাংনীতে ৪টি ইটভাটায় অভিযানে ৯ লাখ টাকা জরিমানা
গাংনীতে ৪টি ইটভাটায় অভিযানে ৯ লাখ টাকা জরিমানা

উচ্চ আদালতের নির্দেশে অবৈধ ইটভাটা বন্ধে মেহেরপুর জেলা প্রশাসনের অভিযানের অংশ হিসেবে গাংনীর ৪টি ইটভাটা থেকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকেলে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা এ জরিমানা আদায় করেন। একইসাথে অর্থ দণ্ডিত ৪টি ইটভাটা বন্ধের ঘোষণা দিয়ে ব্যানার টাঙ্গিয়ে দেওয়া হয়।

জানা গেছে, জেলা প্রশাসন ও পরিবশে অধিদপ্তরের যৌথ অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সহায়তা করেন। অভিযানে গাংনী উপজেলার মুন্দা গ্রামের এমএস.আরএফএল ব্রিকস ২ লাখ, রামনগর শাপলা ব্রিকস ২লাখ, এস,এম, এস ব্রিকস ২ লাখ,গাড়াডোবের আমিন ব্রিকস ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়াই অবৈধ পন্থায় ইট প্রস্তুত ও বিক্রি করার অপরাধে এসব ইটভাটা মালিকের কাছ থেকে মোট ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin