ব্রাহ্মণবাড়িয়ায় ডেভিল হান্টের অভিযানে নাটাই দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি খন্দকার হুমায়ুন কবিরকে গ্রেফতার কেরেছে পুলিশ।
সোমবার রাতে সদর উপজেলার নাটই দক্ষিণ ইউনিয়নের বিলকেন্দুয়াই এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আওয়ামিলীগ নেতা বিলকেন্দুয়াই গ্রামের মৃত জহির উদ্দিন খন্দকারের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মোঃ মোজাফ্ফর হোসেন জানান, চলমান ডেবিল হান্ট অভিযানে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হুমায়ুন কবিরকে ভাঙচুর ও বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আমাদের এই নিয়মিত অভিযান চলমান থাকবে।