মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
Title :
মুজিবনগরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার গাজায় চলমান গণহত্যা ও সন্ত্রাসী আক্রমণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ যাত্রী আহত ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতিসহ গ্রেফতার-৩ ব্রাহ্মণবাড়িয়া তিয়ানশি ডিস্ট্রিবিউটরদের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া’র কমিটি গঠন, সভাপতি নিয়াজ, সাধাঃ সম্পাদক বিপু দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পূর্নমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনেক সংস্কারের কথা শুনেছি, এই সকল সংস্কার হলে আগামী ৫ বছরেও নির্বাচন হবে না দেবীগঞ্জে জামায়াত কর্মীর হাতে বিএনপি ওয়ার্ড সভাপতি মারধরের শিকার, মামলায় আটক ১

মেহেরপুরে গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জনবল রাজস্ব করনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১০ Time View
মেহেরপুরে গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জনবল রাজস্ব করনের দাবিতে মানববন্ধন
মেহেরপুরে গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জনবল রাজস্ব করনের দাবিতে মানববন্ধন

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলসহ ৫ দফা দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে মেহেরপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি হাফেজ মাও. আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ওবায়দুর রহমান, সুপারভাইজার আমানুল্লাহ, মাস্টার ট্রেইনার মাওলানা আঃ হামিদ। ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ তাওহীদুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কাজীপুর ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, বামন্দী ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আওলাদ হোসেন, আমঝুপি ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি হাফেজ মাওলানা ওমর ফারুক, মেহেরপুর সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা শাহজাহান কবীর সজল, মুজিবনগর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, গাংনী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাও. আব্দুল হক।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, বিগত দিনে এই প্রকল্প সফলভাবে পরিচালিত হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক শিক্ষা, কোরআন শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু বর্তমানে প্রকল্পটি অনুমোদনে নানা জটিলতা তৈরি করা হচ্ছে এবং এটি আউটসোর্সিংয়ের আওতায় নেওয়ার পরিকল্পনা চলছে, যা তারা মেনে নেবেন না।

শিক্ষকরা আরও জানান, দীর্ঘদিন ধরে তারা বেতন বকেয়া অবস্থায় রয়েছেন এবং ন্যায্য বেতন বৃদ্ধি না হওয়ায় তারা আর্থিক সংকটে ভুগছেন। তিন মাস ধরে বেতন-ভাতা বন্ধ রাখা হয়েছে। মাত্র ৫ হাজার টাকায় আমরা পরিবার পরিজন নিয়ে অতিকষ্টে জীবন যাপন করে আসছি। তারা দ্রুত প্রকল্প অনুমোদন ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। অতিদ্রুত তাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনে ডাক দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন।

এর আগে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin