পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির উঠান বৈঠক হয়েছে। দেবীগঞ্জের দন্ডপাল ইউনিয়ন বিএনপির নয় ওয়ার্ডে সারাদিন ব্যাপী ওয়ার্ড ভিত্তিক এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত দন্ডপাল ইউনিয়নের মৌমারী, ঢাকাইয়াপাড়া, মাটিয়ারপাড়া, লোহাগাড়া, বিনয়পুর, খগেরহাট, শান্তিনগর এলাকায় উঠান বৈঠক করা হয়। প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মী, সমর্থক ও সাধারন মানুষদের নিয়ে এ উঠান বৈঠক হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনসংযোগ করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারন সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, দন্ডপাল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গোলাপ আজম, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সহ সভাপতি মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেনওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।