পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিলের আয়োজন করা। বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদের হলরুমে দেবীগঞ্জ উপজেলা পরিষদ ইফতার মাহফিলের অনুষ্ঠানের আয়োজন করে।
ইফতার মাহফিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলকে ধন্যবাদ জানান। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ধর, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার ১০ ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, পেশাজীবি, সুধী, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, দেবীগঞ্জ থানার অফিসারবৃন্দ, ছাত্র প্রতিনিধিরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরাসহ প্রায় ২শতাধিক ব্যক্তি ইফতার মাহফিল উপস্থিত ছিলেন।