মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
Title :
মুজিবনগরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার গাজায় চলমান গণহত্যা ও সন্ত্রাসী আক্রমণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ যাত্রী আহত ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতিসহ গ্রেফতার-৩ ব্রাহ্মণবাড়িয়া তিয়ানশি ডিস্ট্রিবিউটরদের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া’র কমিটি গঠন, সভাপতি নিয়াজ, সাধাঃ সম্পাদক বিপু দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পূর্নমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনেক সংস্কারের কথা শুনেছি, এই সকল সংস্কার হলে আগামী ৫ বছরেও নির্বাচন হবে না দেবীগঞ্জে জামায়াত কর্মীর হাতে বিএনপি ওয়ার্ড সভাপতি মারধরের শিকার, মামলায় আটক ১

দেবীগঞ্জে জামায়াত কর্মীর হাতে বিএনপি ওয়ার্ড সভাপতি মারধরের শিকার, মামলায় আটক ১

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৫ Time View
দেবীগঞ্জে জামায়াত কর্মীর হাতে বিএনপি ওয়ার্ড সভাপতি মারধরের শিকার, মামলায় আটক ১
দেবীগঞ্জে জামায়াত কর্মীর হাতে বিএনপি ওয়ার্ড সভাপতি মারধরের শিকার, মামলায় আটক ১

পঞ্চগড়ের দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মীর হাতে ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মারধরের শিকার হয়েছে। মারধরের ঘটনায় দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রধান আসামী ইউপি সদস্য রা্ব্বি হোসেনকে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ৪ এপ্রিল সকালে দেবীগঞ্জ উপজেলার শালডাংগা ইউনিয়নের অমরখানা জাম্বুরাতলা এলাকায়।

শালডাংগা ইউনিয়নের অমরখানার জাম্বুরাতলা এলাকার লিটন ইসলাম বাদী হয়ে দেবীগঞ্জ থানার রাব্বি হোসেন (৩৫) কে প্রধান আসামী করে ৯ জনের নামে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী রাব্বি হোসেন শালডাংগা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য। তার বাড়ী শালডাংগা ইউনিয়নের অমরখানা জাম্বুরাতলা এলাকায়। সে মৃত নছরুল ইসলামের ছেলে। রাব্বি হোসেন শালডাংগা ইউনিয়নের জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে কাজ করছেন। জামায়াতে ইসলামীর দেবীগঞ্জ উপজেলার সাবেক আমীর আবুল বাশার বসুনিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঘটনার সাথে রাব্বি হোসেন জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন ঘটনার দিন রাব্বি হোসেন টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলী এলাকার ডাঃ আব্দুল খালেকের মেয়ের বিয়েতে উপস্থিত ছিলেন।
মামলায় রাব্বি হোসেনের অপর দুই ভাইসহ ৯জনকে আসামী করা হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয়রা জানান, লিটন ইসলামের বাদাম ও মরিচ ক্ষেতে আসামীদের নিজেদের ছাগল দিয়ে প্রতিনিয়ত বাদাম ও মরিচ ক্ষেতে ৫/৬ টি ছাগল ক্ষেত নষ্ট করতো। ঘটনার দিনও ক্ষেতে গিয়ে দেখেন তাদের ছাগলগুলো ক্ষেতে গিয়ে বাদাম ও মরিচ নষ্ট করতেছে। তখন আমার ভাই দুটি ছাগল ধরে এনে স্থানীয় একটি খোয়াড়ে আবদ্ধ করে রাখেন। এ ঘটনা জানাজানি হলে আসামিরা ক্ষিপ্ত হয়ে আরও ৮/১০টি ছাগল ধরে এনে আমাদের ক্ষেতে লাগিয়ে দিয়ে হাতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ক্ষেতের পাশে অবস্থান নেন। পরে লিপন ইসলাম ও স্বপন ইসলাম ঘটনাস্থলে গিয়ে বাদাম ও মরিচের ক্ষেত নষ্ট করার কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে তাদেরকে গালিগালাজ করতে থাকে।

পরে তারা তাদের ছাগলগুলোকে খোয়ারে আবদ্ধ করায় ক্ষিপ্ত হয়ে পাকা রাস্তার উপরে রাব্বি হোসেন, বাবুল হোসেন ও জুয়েল ইসলাম এবং তাদের বাকি আসামিদের সাথে নিয়ে লিপন ইসলাম ও স্বপন ইসলামের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় রাব্বি হোসেন নামে ইউপি সদস্যকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin