মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতিসহ ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার চাঁদবিল মোড়ের একটি রেস্টুরেন্ট থেকে মেহেরপুর সদর থানা ও ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোরশেদ শোভন ও জয় খানকে এবং মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা আশিকুর রহমানকে গ্রেফতার করেন।
তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধ আইনে বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ের করা মামলা রয়েছে বলে জানান সদর থানার ওসি মেসবাহ উদ্দিন। রোববার (৬ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।