শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
Title :
রুশ সেনাবাহিনীর হয়ে যুদ্ধে অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত লাকসামে মাদ্রাসার ৫ তলার জানালা দিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের কাফন মিছিল ব্রাহ্মণবাড়িয়ার বিজিবির হাতে ২ কোটি টাকার মাদক ও অবৈধ মালামাল আটক মুজিবনগর সরকার আমাদের জন্য বীরত্বগাথা অধ্যায়- উপদেষ্টা ফারুক ই আজম দেবীগঞ্জে ভাই ও চাচাীকে কুপিয়ে হত্যার চেষ্টা, আটক-১ পঞ্চগড়ে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, আটক শিক্ষককে গণধোলাই ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু চুয়াডাঙ্গা জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক হানিফ, সদস্যসচিব মাশুক ৬ দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ

লাকসামে মাদ্রাসার ৫ তলার জানালা দিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৪ Time View

লাকসামে ইকরা মহিলা মাদ্রাসার মাদ্রাসা ৫ তলার জানালার ফাঁক দিয়ে লাফিয়ে পড়ে মোসাম্মৎ সামিরা (১৩) নামে এক এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।একইদিন রাত আড়াইটায় সে ৫ তলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। নিহত মোসাম্মৎ সামিরা নাঙ্গলকোট পৌরসভার নাওগোদা এলাকার প্রবাসী নিজাম উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৮ এপ্রিল রাত আড়াইটার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের লাকসাম বাইপাস নোয়াখালী রেলগেট এলাকার ইকরা মহিলা মাদ্রাসায় ভর্তি করে সামিরা মা শারমিন আক্তার। পূর্বের মাদ্রাসায় পড়াশোনায় অমনোযোগী হওয়ায় তাকে ইকরা মাদ্রাসার আবাসিকে ভর্তি করা হয় গত রমজানের মাঝামাঝি। এক সপ্তাহ আগে নতুন বছরের ক্লাস শুরু হয়। কিন্তু ঐ ছাত্রী আবাসিকে থাকতে অনাগ্রহ প্রকাশ করে।

বৃহস্পতিবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ঐ ছাত্রী তার মাকে ফোন করে। রাতে সবার অজান্তে জানালার ফাঁক দিয়ে সে নিচে ঝাঁপ দেয়। এতে তার হাত ও পাঁজরের হাঁড় ভেঙে যায়। স্থানীয় লোকজন ও মাদ্রাসার শিক্ষকরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ঢাকায় রেফার করে। ভোর ৫টার দিকে পরিবারের সদস্যরা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তির চেষ্টা করেন। পরে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। ধানমন্ডি থানা পুলিশ লাকসাম থানায় খবর দিলে পুলিশ ঘটনার তদন্তে নামে।

সামিরার মামা নাছির উদ্দিন ও একই বাড়ির চাচা সৈকত বলেন, আমাদের কোন অভিযোগ ছিল না। পোস্টমর্টেম ছাড়া লাশ দাফন করার জন্য পুলিশকে অনুরোধ করেছি। পুলিশ পোস্টমর্টেম ছাড়া লাশ দাফন করতে দেয়নি। তাই আমরা থানায় অভিযোগ করবো। মাদ্রাসা কর্তৃপক্ষ জোর করে মেয়েটিকে আবাসিকে রেখেছে। পাঁচ তলা থেকে পড়ে হাঁড়গোড় ভাঙ্গেনি। সে রাস্তার পাশে পড়ে কাঁদছিল, বিষয়টি সন্দেহজনক। মেয়েটির মৃত্যুর সাথে মাদ্রাসা কর্তৃপক্ষ জড়িত।

মাদ্রাসার মুহতামিম মাওলানা জামাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় মাদ্রাসার পাশের লোকজন মেয়েটিকে রাস্তায় পড়ে কাঁদতে দেখে আমাকে ফোন দেয়। খবর পেয়ে তৎক্ষণাৎ তাকে পার্শ্ববর্তী ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার না থাকায় আমেনা মেডিকেলে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার ঢাকায় নেয়ার পরামর্শ দেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।

মাদ্রাসার মুহতামিম জানান, মেয়েটিকে রমজানের মাঝামাঝি এখানে ৭ম শ্রেণিতে ভর্তি করিয়েছে। মাত্র এক সপ্তাহ সে এখানে অবস্থান করছে। তাদের গ্রামের আনোয়ারুল উলুম মাদ্রাসা সে ঠিকমতো পড়াশোনায় মনোযোগী ছিল না। তাই অভিভাবক আমাদের আবাসিকে তাকে রেখেছে। ঘটনার আগেরদিন সামিরা বাড়ি যেতে চেয়েছিল। তার মা একদিন পর তাকে নিয়ে যাওয়ার জন্য বলে। এরমধ্যে মেয়েটি জানালার ফাঁক দিয়ে ঝাপিয়ে পড়ে।

তিনি আরো বলেন, হাসপাতালের নেয়ার পর মেয়েটি বলেছিল- তাকে বাড়িতে না নিয়ে যাওয়ায় সে জানালার ফাঁক দিয়ে ঝাপিয়ে পড়েছে।

এ বিষয়ে কুমিল্লার সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) সৌমেন মজুমদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানালার মধ্যখানে একটি রড ফাঁকা রয়েছে। ঐ ফাঁক দিয়ে সে ঝাপিয়ে পড়তে পারে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে শুক্রবার রাত সাড়ে আটটা পর্যন্ত নিহতের পরিবার বা মাদ্রাসা কর্তৃপক্ষ কেউ বিষয়টি পুলিশকে জানায়নি।

জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে লাকসাম থানায় লিখিতভাবে একটি অপমৃত্যু সংবাদ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin