ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাছিহাতা ইউনিয়নের পাঘাচং গ্রামে একটি পুকুর ভরাট করে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীরা জানান, ১ শ গজের মধ্যে একটি মসজিদ থাকা সত্বেও জমির শ্রেনী পরিবর্তন করে একটি মহল বিশেষ উদ্দেশ্যে সেখানে শত বছরের একটি পুরোনো পুকুরটি মসজিদের নামে ভরাট করে । এতে গ্রামবাসী বাধা প্রদান করে ।
এতে একটি পক্ষ উদ্দেশ্য প্রনোদিত ভাবে মসজিদের কাজে বাঁধা দেয়া হচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে” জানা যায়, উক্ত এলাকার অবসরপ্রাপ্ত সেনা অফিসার মোখলেছুর রহমান নিজ ও পৈত্রিক জমিতে মসজিদ নির্মাণের জন্য ২০২১ সালে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এর পরিচালনায় ও ব্রাহ্মণবাড়িয়া কোরআন সুন্নাহ ফাউন্ডেশন এর অর্থায়নে তার ৬ শতক জমি রেজিষ্ট্রেশন এর মাধ্যমে ওয়াকফ করে ।
সম্প্রতি (১৪ই এপ্রিল) পুকুর ভরাট করে আল বায়তুল মামুর সালাফি জামে মসজিদ নামে ৫তলা বিশিষ্ট মসজিদের নির্মাণ কাজ শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধ লোকজন নির্মান কাজের তদারকিতে থাকা একটি দোকানে হামলা চালায়। উদ্দেশ্য প্রণোদিত ভাবে সমপ্রদায়িক অস্থিরতা সৃষ্টি করতে একটি কুচক্রী মহল মসজিদে হামলা বলে অপপ্রচার চালচ্ছে। এলাকাবাসী এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।