ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে নারিকেল গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় নির্যাতিত শারমিন আক্তারের দুই ভাশুরকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে মঙ্গলবার সকালে খবর ও প্রতিবেদন প্রচার হয়। এরপরই আসামীদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলা সুলতানপুর ইউনিয়নের মধ্য পাড়া গ্রামের মন্তাজ মিয়ার দুই ছেলে মঙ্গল মিয়া ও জয়নাল আবেদীন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাফ্ফর হোসেন জানান, নির্যাতনের ঘটনায় ওই নারী ৭ জনের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন। এরই মধ্যে এজাহারনামীয় আসামি হিসেবে শারমীনের ২ ভাশুরকে গ্রেপ্তার করে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
উল্লেখ্যঃ ব্রাহ্মণবাড়িয়ায় সৌদি প্রবাসী মোঃ হায়দার আলির স্ত্রীকে নারিকেল গাছের সাথে ৩ঘন্টা বেঁধে রেখে নির্যাতন করে ও তার ছেলে মেয়েকে মারধর করা হয়েছে। সোমবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই নির্যাতন চলে।