বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া বলেছেন, বর্তমান উপদেষ্টারা এখন ট্রেন্ডার বাজি করছে। তাদের আত্বীয় স্বজনরা এখন টেন্ডার বাজিতে জড়িয়ে পড়েছে। যদি প্রমাণ চান আমার কাছে প্রমান আছে।
বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য ফরম বিতরন ও সদস্য নবায়ন কর্মসূচি
তিনি শুক্রবার সন্ধ্যায় সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গন মিলনায়তে জাতীয়তাবাদী বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য ফরম বিতরন ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অরো বলেন, দেশে স্থিতিশীলতায় ফিরাতে হলে আগে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার আসা প্রয়োজন। তাই আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেয়ার দিবি জানাচ্ছি।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জহিরুল হক খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. গোলাম সারোয়ার খোকন, এ্যাড. মোঃ শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচিসহ জেলা বিএনপির নেতৃবৃন্দরা। পরে সদস্যদের মাঝে ফরম বিতরন ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ।