মেহেরপুরে ট্রিটমেন্ট ফর চেঞ্জজিং লাইফ (টিএফসিএল) এর উদ্যোগে চতুর্থ পর্যায়ে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সদর উপজেলার রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিক্যাল ক্যাম্পে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দাঁত, নাক,কান,গলা, স্ত্রী ও প্রসূতি এবং সাধারণ চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পে বিভিন্ন হাসপাতালের ৭জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা এবং পরামর্শ দেন।
দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পান পাঁচ শতাধিক দুস্থ অসহায় মানুষ। এছাড়া ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা এবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়।
হাতের নাগালে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশি সাধারণ মানুষ। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন তারা। আগামীতে এমন ফ্রি মেডিকেল ক্যাম্পের আরো প্রত্যাশা তাদের।
টিএফসিএল একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। গরীব-অসহায়দের স্বাস্থ্য সেবা নিশ্চত করতে ২০১০ সালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের কয়েকজন বন্ধু মিলে সংগঠনটি প্রতিষ্ঠা করে।
এর আগে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা, মুজিবনগর উপজেলার সোনাপুর ও শিবপুর গ্রামে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে সংগঠনটি।
সংগঠনের সদস্যরা বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে এই উদ্যোগ গ্রহণ করি। ছোট পরিষরে হলেও আমরা এগিয়ে যাচ্ছি। এলাকার বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে আগামীতে এই সেবার পরিধি আরও বাড়িয়ে আমরা অসহায় মানুষের পাশে থাকতে চাই।
রাইপুরের স্থানীয় যুবকরা সার্বিক সহযোগিতা করে।