মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে ভারতীয় একশ বোতল ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। বুধবার (১৮ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে একই উপজেলার রশিকপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন-মাদারীপুর জেলার দক্ষিণ মেদিনীমন্ডল গ্রামের মৃত জালাল মোল্লার ছেলে বারেক (৩৩) এবং নারায়ণগঞ্জ জেলার চনপাড়া গ্রামের শাহ আলমের ছেলে দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪০)। এসময় একটি সাদা রংয়ের টয়োটা প্রিমিও প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশের ওসি গোপাল কুমার জানান, মুজিবনগর উপজেলার রশিকপুর ব্রিজের উপর মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি সাদা টয়োটা প্রাইভেট কারের মধ্যে থেকে একশ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতদের মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।