গলে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি তুলে নিয়ে নাজমুল হোসেন শান্ত ঢুকে পড়েছেন অনন্য এক ক্লাবে। যেখানে আছে ডন ব্র্যাডম্যান, অ্যালান বোর্ডার, ইনজামাম উল হক, রিকি পন্টিং, বিরাট কোহলিদের নাম। গল টেস্টের প্রথম ইনিংসে শান্ত খেলেছিলেন ১৪৮ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসেও খেলেছেন অপরাজিত ১২৫ রানের ইনিংস। তাতেই ইতিহাসের অংশ হয়ে গেছেন তিনি।
শান্ত বাংলাদেশ ইনিংসের ৮৫তম ওভারে থারিন্দু রত্নায়েকেকে প্যাডেল সুইপ করে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান। যার মধ্য দিয়ে দেশের প্রথম ব্যাটার হিসেবে একই টেস্টের দুই ইনিংসে দুবার সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। এর আগে ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে এমন কীর্তি গড়েছিলেন শান্ত।
এবার শ্রীলঙ্কার মাটিতে গল টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। বাংলাদেশের হয়ে এর আগে শুধুমাত্র মুমিনুল হক (২০১৮, চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে) করেছিলেন এক ম্যাচে দুই সেঞ্চুরি। তবে শান্তই প্রথম বাংলাদেশি যিনি এই কীর্তি গড়লেন দুইবার।
দুই বা ততোধিক টেস্টে জোড়া সেঞ্চুরি করা বিশ্বের ১৫তম ব্যাটার শান্ত। সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার তিন ম্যাচে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়েছেন। অধিনায়ক হিসেবে তিন ম্যাচেই জোড়া সেঞ্চুরি আছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের। অধিনায়ক হিসেবে এটি অবশ্য শান্তর প্রথম জোড়া সেঞ্চুরি।
তবে অধিনায়ক হিসেবে ১৬তম ক্রিকেটার শান্ত, যিনি জোড়া সেঞ্চুরি পেয়েছেন। ১৬ ক্রিকেটারের মধ্যে একমাত্র পন্টিংই অধিনায়ক হিসেবে তিনবার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। শ্রীলঙ্কার একমাত্র অধিনায়ক হিসেবে ধনাঞ্জয়া ডি সিলভার দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি বাংলাদেশের বিপক্ষে। ২০২৪ সালের মার্চে সিলেটে বাংলাদেশের বিপক্ষে ধনাঞ্জয়া করেছিলেন ১০২ ও ১০৮ রান। সেই লঙ্কানদের বিপক্ষেই শান্ত আজ নতুন কীর্তি গড়লেন!