জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ায় চাউলের বাজার তদারকি কার্যক্রম ও অভিযান পরিচালনা করা হয়।
বৃহষ্পতিবার (২৬ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার অনন্দবাজার এলাকায় বিভিন্ন চাউলের পাইকার দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা, আনসার ব্যাটলিয়নের একটি দল উপস্থিত ছিল।
অভিযান কালে মেসার্স আলহাজ্জ শামীম ট্রেডার্স এবং মোশারফ ট্রডার্স নামক চাউলের প্রতিষ্ঠানে বর্ধিত মূল্যে চাউল বিক্রয় ক্রয় সংগ্রহের স্বপক্ষে প্রমাণ উপস্থাপন করতে পারেনি। কি পরিমান চাউল কতদিন মজুদ, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।
এ প্রেক্ষিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠান মেসার্স আলহাজ্জ শামীম ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং মোশারফ ট্রডার্সকে বিশ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং সতর্ক করা হয়।
এসময় ব্যবসায়িদের ন্যায্যমূল্যে চাউল বিক্রয়, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শনসহ সরকারের প্রচলিত আইন মেনে ব্যবসা করার বিষয়ে সতর্ক করা হয়।