শেরপুরে একটি বেসরকারি হাসপাতাল থেকে তিনদিন বয়সী নবজাতক চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। পুলিশ জানায়, শিশুটিকে উদ্ধারে তারা অভিযান শুরু করেছে।
শনিবার (২৮ জুন) দুপুরে জেলা শহরের বটতলা এলাকায় ইউনাইটেড (প্রাঃ) হাসপাতালের সামনে বিক্ষোভ হয়।
স্বজনরা জানান, জেলা শহরের চাপাতলি মহল্লার ফিরোজ মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী আবেদা বেগম সিজারের জন্য গত বুধবার (২৫ জুন) রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে সিজারের মাধ্যমে কন্যা সন্তান জন্ম দেন তিনি। আজ সকালে হাসপাতাল থেকে নবজাতকটি চুরি হয়। বিষয়টি জানাজানি হলে দুপুরে চাপাতলি এলাকা থেকে শতাধিক নারী-পুরুষ হাসপাতালে সামনে এসে বিক্ষোভ করেন। তারা নবজাতকটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান।
নবজাতকের বাবা ফিরোজ মিয়া বলেন, “কোথা থেকে আমার সন্তান এনে দিবে সেটা আমি জানি না। আমি আমার সন্তান ফিরে চাই, আমি অন্য কিছু চাই না। হাসপাতাল থেকে আমার সন্তান চুরি হয়েছে।”
ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল ইসলাম বলেন, “ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” চুরি হওয়া নবজাতক উদ্ধারে পুলিশের সহযোগিতা চান তিনি।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চুরি হওয়া নবজাতক উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।”