একদিনের সফরে মেহেরপুর এসেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বিপিএম ও তার সহধর্মিনী শারমিন আফরোজ সোমা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুরে এসে পৌঁছান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বিপিএম মেহেরপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার এস এম নাজমুল হক তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় মেহেরপুর পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ রুমন, লিউজা—উল জান্নাহ, অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, আব্দুল করিম, এনডিসি গোলাম রাব্বানী সেখানে উপস্থিত ছিলেন।
পরে বিকেলের দিকে তিনি মুজিবনগর স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার এস এম নাজমুল হক তার সাথে ছিলেন।