জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, এই পাঁচ বছরে অনেক কাজ করতে হবে। প্রধানমন্ত্রী যেভাবে দক্ষ, যোগ্য ও দুরদর্শী নেতৃর্ত্বে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে তাতে সকলেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। মানুষের শান্তির জন্য যা যা করা দরকার বর্তমান সরকার তাই করবে। আগামিতে মানুষের কোন ক্ষেত্রেই দুর্ভোগ থাকবে না।
মেহেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন কালে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এ কথা বলেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পৌর এলাকার হঠাৎ পাড়ায় বিদ্যালয়ের নিজস্ব জমিতে দুই কক্ষ বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান। সভাপতিত্ব করেন মন্ত্রী পত্নী ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম।
এসময় অন্যদের মধ্যে পিপি পল্লব ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপালি খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে এ ভবন নির্মাণ করা হবে। ২২ লাখ ২৯ হাজার ১৯০ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হচ্ছে।