শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
Title :
পঞ্চগড়ে শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন জুলাই-আগস্টের চেতনা বিঘ্নিত হলে শহদিদের আত্মার অবমূল্যায়ন করা হবে-মাহবুব শ্যামল জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড়ে ম্যারাথন ও স্মরণসভা ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ ঘর থেকে ট্রেন চালকের মরদেহ উদ্ধার পঞ্চগড় জেলা ছাত্র শিবিরের সভাপতি রাশেদ, সেক্রেটারি মুহিব মেহেরপুরে লাইফ কেয়ার ডি ল‍্যাব এন্ড হাসপাতালে রোগীর মৃত্যুর অভিযোগ আগামী ৫ আগস্ট ব্যাংক বন্ধ ভুটানে সাবিনা ও ঋতুপর্ণার ডাবল হ্যাটট্রিক অন্তবর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ডালাসে পর্দা উঠছে ৮ম বাংলা চলচ্চিত্র উৎসবের

মার্কিন হিমার্স রকেট সিস্টেম নিয়ে তাইওয়ানের যুদ্ধের মহড়া

আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৮ Time View
মার্কিন হিমার্স রকেট সিস্টেম নিয়ে তাইওয়ানের যুদ্ধের মহড়া
মার্কিন হিমার্স রকেট সিস্টেম নিয়ে তাইওয়ানের যুদ্ধের মহড়া

তাইওয়ান তাদের বার্ষিক হান কুয়াং সামরিক মহড়ায় অত্যাধুনিক মার্কিন হিমার্স রকেট সিস্টেম মোতায়েন করেছে। চীনের সম্ভাব্য হামলার বিরুদ্ধে প্রতিরোধের প্রস্তুতি দেখাতে এই মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তাইচুং শহরের উপকূলীয় এলাকায় শনিবার (১২ জুলাই) হিমার্স সিস্টেম বহনকারী দুটি সাঁজোয়া যান মহড়ায় অংশ নেয়। চলমান ১০ দিনের হান কুয়াং মহড়ার এটি ছিল চতুর্থ দিন। এটি এ যাবতকালের সবচেয়ে বিস্তৃত ও সমন্বিত মহড়া বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

তাইওয়ানের সামরিক মুখপাত্র কর্নেল চেন লিয়ান-জিয়া বলেন, যুদ্ধ পরিস্থিতিতে শত্রুপক্ষের নজরদারি, স্যাটেলাইট কিংবা গুপ্তচরদের চোখ এড়িয়ে হিমার্স লুকিয়ে রাখা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোপন নির্দেশ না পাওয়া পর্যন্ত এগুলোর অস্তিত্বও প্রকাশ করা হবে না। মহড়ার পরবর্তী ধাপে যুদ্ধবিমান, নৌবাহিনীর জাহাজ এবং সশস্ত্র ইউনিটের সরাসরি ফায়ারিং অনুশীলনও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।

চীন তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে এবং গত পাঁচ বছর ধরে দ্বীপটির চারপাশে নৌ ও বিমান বাহিনীর টহল এবং যুদ্ধ অনুশীলন জোরদার করেছে। তবে তাইওয়ান এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। প্রেসিডেন্ট লাই ছিং-তের ভাষ্য, তাইওয়ানের ভবিষ্যৎ ঠিক করবে শুধু তাইওয়ানের জনগণ।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মহড়াকে ‘দম্ভ দেখানো ছাড়া কিছু নয়’ বলে অভিহিত করেছে এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র-তাইওয়ান সামরিক সহযোগিতার বিরোধিতা আমাদের অবস্থান। হিমার্স সিস্টেম এর আগে ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে এবং তাইওয়ানের এই অনুশীলন এখন আন্তর্জাতিকভাবে নজরদারির মধ্যে রয়েছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়াও ইতোমধ্যে এই সিস্টেম কিনেছে।

তাইওয়ান ২০২৪ সালে প্রথম ১১টি হিমার্স পেয়েছিল। গত মে মাসে সেগুলোর প্রথম পরীক্ষা চালায়। প্রায় ৩০০ কিমি পাল্লার এই রকেট সিস্টেম চীনের ফুজিয়ান প্রদেশের উপকূলীয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সিনিয়র সামরিক কর্মকর্তারা জানান, হান কুয়াং মহড়া পূর্বনির্ধারিত নয় এবং সম্পূর্ণ যুদ্ধ পরিস্থিতি অনুকরণে পরিচালিত হচ্ছে। এটি শুরু হয়েছে শত্রুর হামলার মাধ্যমে যোগাযোগ ও কমান্ড ব্যবস্থা ভেঙে ফেলার অনুশীলন দিয়ে।

তাইওয়ানি বিশ্লেষকেরা মনে করেন, চীনা বাহিনী সমুদ্র বন্দর ত্যাগের মুহূর্তেই হামলা চালানোর জন্য এই হিমার্স ব্যবহৃত হবে। স্থানীয়ভাবে উন্নত থান্ডারবোল্ট-২০০০ লঞ্চারের সঙ্গে সমন্বয় করে হামলার সক্ষমতা আরও বাড়ানো হবে। হিমার্সের পাশেই একটি থান্ডারবোল্ট ইউনিটও মহড়ায় অংশ নিতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin