শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

এবার কি ভৌতিক জগতেও রেকর্ড ভাঙতে চাচ্ছেন প্রভাস?

বিনোদন ডেস্ক:
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৩৮ Time View
এবার কি ভৌতিক জগতেও রেকর্ড ভাঙতে চাচ্ছেন প্রভাস?
এবার কি ভৌতিক জগতেও রেকর্ড ভাঙতে চাচ্ছেন প্রভাস?

দক্ষিণ ভারতীয় সিনেমার ইন্ডাস্ট্রির সুপারস্টার প্রভাস। ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজির বিশাল সাফল্য থেকে শুরু করে ‘কালকি ২৮৯৮’ সিনেমার ভবিষ্যদ্বাণী দৃশ্য পর্যন্ত, প্রভাস ধারাবাহিকভাবে এমন সিনেমা উপহার দিয়েছেন যা তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলেছে। তার সাফল্যের ঝুলিতে রয়েছে দুটি ১০০০ কোটি টাকারও বেশি ব্লকবাস্টার সিনেমা। ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে তিনি এমন এক অভিনেতা, যার প্রতি দর্শক আকর্ষণ অনেক বেশি এবং পর্দায় যার উপস্থিতি ভাষা, রাজ্য এবং সীমানাজুড়ে রেকর্ড ভেঙে দেয়।

মূলত প্রভাসকে অ্যাকশন ঘরানার সিনেমায়ই বেশি দেখা যায়। তবে নিজেকে ভাঙতে চাইছেন তিনি। তাই এবার ট্র্যাক বদলে ফেলছেন এ অভিনেতা। পর্দায় ভূতের রাজ্যে তাকে হাঁটতে দেখা যাবে। সিনেমার নাম ‘রাজা সাব’।

এ সিনেমার মাধ্যমে ভৌতিক ঘরানার সিনেমা প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন প্রভাস। রাজা সাবের সঙ্গে তিনি অপরিচিত অঞ্চলে পা রাখছেন, যা দর্শককে রোমাঞ্চ এবং মনোমুগ্ধকর অনুভূতির স্বাদ দেবে বলে বিশ্বাস নির্মাতার।

মারুথি পরিচালিত ‘রাজা সাব’ সিনেমায় প্রভাস এমন একটি ধারায় পা রাখছেন, যা তিনি আগে কখনো স্পর্শ করেননি। রোমান্টিক থেকে অ্যাকশন নায়কে পরিণত হওয়া এক অভিনেতার জন্য এই পথে চলাটা কতটা সুখকর হবে. এমন প্রশ্ন কিন্তু সামনে এসে যায়। অভিনেতার পক্ষ থেকে বলা হয়েছে, তিনি প্রস্তুত। সিনেমাটি ভৌতিক হলেও রোমান্টিকতায় ভরপুর।

একইসঙ্গে এর গল্প শরীর হিম করা হলেও রোমাঞ্চ এবং ন্মদয়গ্রাহী আবেগের একটি সতেজ মিশ্রণও রয়েছে তাতে। এটা অভিনেতার জন্য একটি নতুন দিক, যা আগে কখনো তিনি করেননি। মূলত, এমন অভিজ্ঞতা নেওয়ার জন্যই প্রভাস এ সিনেমায় অভিনয় করছেন। আর দর্শকদেরও নতুন কিছু দিতে চাইছেন। এটাও ঠিক, অভিনয়ে অসাধারণ ক্যারিশমা এবং প্রতিটি স্তরের দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষমতার জন্য, প্রভাস এ অতিপ্রাকৃত সিনেমাতেও গুরুত্ব এবং সূক্ষ্মতা নিয়ে আসবেন বলে আশা করা হচ্ছে।

এরই মধ্যে ‘রাজা সাব’ সিনেমার টিজারও প্রকাশ হয়েছে। এর প্রতিক্রিয়া সম্পর্কে নির্মাতা মারুথি বলেন, ‘প্রভাস একটি মজাদার চরিত্রে অভিনয় করছেন, তাই ভক্তরা টিজারটি কীভাবে গ্রহণ করবেন তা নিয়ে আমি কিছুটা ভীত ছিলাম। কিন্তু টিজারটি প্রকাশের পর থেকে, সবাই তার মজাদার অবতারটি পছন্দ করছে, যা তার শেষ কয়েকটি সিনেমায় অনুপস্থিত ছিল।’

অবশ্য প্রভাসকে যা আলাদা করে তা হলো, প্রতিটি সিনেমায় তার রূপান্তরিত হওয়ার ক্ষমতা, তা সে শক্তিশালী অমরেন্দ্র বাহুবলী হোক বা কালকির রহস্যময় ভৈরব। ‘রাজা সাব’ আরেকটি সিনেমা যা তার ভার্সেটাইল চরিত্রের প্রতি আকাঙ্ক্ষা এবং নির্ভয়ে সেটি করার সাহসিকতার কথা বলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin