সারাদেশে প্রশাসনের নির্লপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিলীল করার চেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার বিকেলে শহরের জেলা পরিষদ মার্কেট এর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন দীলিপের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ মজিবুল্যাহ মজিব।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোল্লা সালাউদ্দিন, সহ স্থানীয় নেতা কর্মীরা বক্তর্য রাখেন। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতা কর্মীরা প্রতিবাদ বিক্ষোভ মিছিলে অংশ নেয়।