ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। শুক্রবার (১৮ জুলাই) এক্সে দেওয়া পোস্টে মার্কিন রাষ্ট্রদূত বলেন, তুরস্ক, জর্ডান এবং অন্যান্য প্রতিবেশী দেশের সমর্থনে ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মূলত দ্রুজ অধ্যুষিত এলাকায় কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০০ জনের বেশি নিহত হওয়ার পর, এমন সিদ্ধান্ত নেওয়া হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ব্যারাক বলেন, “আমরা দ্রুজ, বেদুইন এবং সুন্নিদের আহ্বান জানাই তারা যেন অস্ত্র ফেলে রাখে এবং অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে এক হয়ে একটি নতুন ও ঐক্যবদ্ধ সিরিয়ান পরিচয় গঠন করে। বুধবার ইসরায়েল দামেস্কে বিমান হামলা চালায় এবং দক্ষিণাঞ্চলে সিরীয় সরকারি বাহিনীকে লক্ষ্য করে আঘাত হানে, তাদের সরে যেতে বলে। তাদের দাবি, ইসরায়েল সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষা করতে চায়। দ্রুজ ছোট কিন্তু প্রভাবশালী সংখ্যালঘু গোষ্ঠী। তাদের সদস্য লেবানন ও ইসরায়েলেও রয়েছে।
ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস এবং কানাডায় সিরিয়ান কনসুলেট এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। সিরিয়ার সুয়েইদা প্রদেশে বেদুইন যোদ্ধা ও দ্রুজ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ থেকে শুরু হওয়া সহিংসতায় এক সপ্তাহ ধরে উত্তেজনা চলছে। এদিকে শুক্রবার এক ইসরায়েলি কর্মকর্তা জানান, ইসরায়েল সিরিয়ার বাহিনীকে আগামী দুই দিন দক্ষিণ সিরিয়ার সুয়েইদা অঞ্চলে সীমিতভাবে প্রবেশের অনুমতি দিয়েছে।
শুক্রবার রাতের দিকে সিরিয়ার প্রেসিডেন্সি জানায়, সরকার দক্ষিণে একটি বাহিনী মোতায়েন করবে যা সংঘর্ষ বন্ধ করতে কাজ করবে, রাজনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং সহিংসতা পুনরায় শুরু হওয়া ঠেকাবে।
এই সপ্তাহের শুরুতে দামেস্ক সরকার বাহিনী পাঠিয়ে সংঘর্ষ দমনের চেষ্টা করে। তবে তারা দ্রুজদের বিরুদ্ধে ব্যাপক নিপীড়নের অভিযোগের মুখে পড়ে এবং ইসরায়েলি হামলার শিকার হয়। এরপর বুধবার যুদ্ধবিরতির আওতায় তারা সরে যায়।ইসরায়েল বহুবার জানিয়েছে যে তারা সিরিয়ার সেনাদের দক্ষিণাঞ্চলে মোতায়েন হতে দেবে না। তবে শুক্রবার বলেছে তারা পরিস্থিতি সামাল দিতে সিরিয়ার নিরাপত্তা বাহিনীকে ৪৮ ঘণ্টার জন্য সীমিত প্রবেশাধিকার দেবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “দক্ষিণ-পশ্চিম সিরিয়ার চলমান অস্থিতিশীলতার প্রেক্ষাপটে, ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছে সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে আগামী ৪৮ ঘণ্টার জন্য সুয়েইদা জেলায় সীমিত প্রবেশাধিকার দেওয়া হবে।”
শুক্রবার ভোরেও সুয়েইদায় আরও হামলা চালায় ইসরায়েল। যুক্তরাষ্ট্র পূর্বের যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছিল, যা সিরিয়ার সরকারি বাহিনী ও দ্রুজ যোদ্ধাদের মধ্যে কার্যকর হয়। হোয়াইট হাউজ বৃহস্পতিবার জানায় যুদ্ধবিরতিটি কার্যকর আছে বলেই মনে হচ্ছে।
সিরিয়ার নেতা আহমেদ আল-শারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করছেন। তিনি ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা করার অভিযোগ আনেন। সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষা করার প্রতিশ্রুতিও দেন তিনি। সিরিয়ার নতুন ইসলামপন্থি নেতৃত্বের প্রতি ইসরায়েলের গভীর অবিশ্বাস যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠছে। কারণ ওয়াশিংটন সম্প্রতি সিরিয়ায় ইসরায়েলের হামলাগুলোর সমর্থন করেনি।